এসআইবিএলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
প্রকাশিত : ১০:৪৯, ১০ অক্টোবর ২০১৭ | আপডেট: ২১:১২, ১০ অক্টোবর ২০১৭
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল)বিজনেস রিভিউ মিটিং সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেন ঢাকা অঞ্চলের ৫০টি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআইবিএলে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর ডা. মো. রেজাউল হক (অব.) এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. আবুল বাশার ভূঁইয়া।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সহিদ হোসেনের সভাপতিত্বে মিটিং-এ উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যত ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি।
আর/এআর
আরও পড়ুন










