ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

এসআইবিএলের শাখা মানি লন্ডারিং প্রতিরোধে সম্মেলন

প্রকাশিত : ১৮:২৪, ১৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের সম্মেলন ১৫ জুন ঢাকায় সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ১৫৫টি শাখার মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান আবু হেনা মো. রাজী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান র্নিবাহী কাজী ওসমান আলী এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএফআইইউ-এর অপারেশনাল হেড মো. জাকির হোসেন চৌধুরী।

সম্মেলনে সভাপতিত্ব করেন এসআইবিএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা আবু নাসের চৌধুরী।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক এবং প্রধান কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি