ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

এসডিএফ বেসরকারি সংস্থার আমন্ত্রণে বরিশাল গেছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

প্রকাশিত : ১০:৪৫, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৪৫, ১৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এসডিএফ- নামের একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে ১৯৮ নারীর ভাগ্যবদলের চিত্র দেখতে বরিশালে গেছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। বরিশালের বাবুগঞ্জের দক্ষিণ রাকুদিয়া গ্রামে যাবেন তিনি। এ গ্রামের হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করছে বিশ্বব্যাংক। তাদের 'নতুন জীবন' শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন বিশ্বব্যাংক প্রধান। বিশ্বব্যাংকের ক্ষুদ্র ঋণ সহায়তার মাধ্যমে নিজেদের পরিশ্রমে অতি অল্প সময়ে দারিদ্র্য দূর করেছে ওই গ্রামের ১৯৮ পরিবার।  সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্প ও বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে জিম ইয়ং কিমের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি