ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

এসিআই’র নতুন আগাছানাশক ব্যবহারে সুফল পাচ্ছে চাষীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ১৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

চলতি বোরো মৌসুমে দিনাজপুর, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিস্তৃত এলাকায় বোরো আবাদ শুরু হয়েছে। তবে মানসম্মত বীজের অপ্রতুলতা, কীট ও রোগবালাইয়ের প্রকোপের পাশাপাশি মাঠের অবাঞ্চিত আগাছার মত সমস্যা যেন কৃষকের পিছু ছাড়ছে না।

কৃষকদের দেওয়া তথ্য মতে, প্রচলিত পদ্ধতিতে ৪০ শতাংশ জমির আগাছা দমনে তাদের ৩ হাজার ৫০০ টাকা কৃষি মজুরি ব্যয় করতে হয়। আর কৃষকদের কথা মাথায় রেখেই দেশের অন্যতম প্রধান শষ্য সুরক্ষা প্রতিষ্ঠান এসিআই ক্রপ কেয়ার বাজারে এনেছে আগাছানাশক ‘জাম্প’। এটি ব্যবহারে প্রচলিত ব্যবস্থার তুলনায় ১৫০ শতাংশ আগাছা দমন সম্ভব। মাত্র ৬০ টাকা ব্যয় করেই কৃষকরা বাজার থেকে এটি সংগ্রহ করতে পারবেন।

২০ শতাংশ মেটসালফিউরন মিথাইল সম্পন্ন এই আলোচিত আগাছানাশকটি  রাজশাহী, সিরাজগঞ্জ, মাদারীপুরসহ বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে সাড়া ফেলেছে। তবে মৌসুমের প্রথম দিকে সঠিক প্রয়োগমাত্রা ও সময় মেনে প্রয়োগ না করায় কিছু এলাকায় নেতিবাচক ফলাফল দেখা গেলেও সরকারের কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে কোম্পানিটি। এতে কৃষক পর্যায়ে এ বিষয়ক বিভ্রান্তি দূর হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি