ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

ওআইসির মানবাধিকার কমিশনের সদস্য হলেন জমির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ১৩ জুলাই ২০১৭

ছবি: মোহাম্মদ জমির

ছবি: মোহাম্মদ জমির

Ekushey Television Ltd.

ওর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর মানবাধিকার কমিশন ইন্ডিপেডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটর্স কমিশন (আইপিএইচআরসি)-এর সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক রাষ্ট্রদূত জমির এর আগে প্রধান তথ্য কমিশনার ছিলেন। এছাড়া বর্তমানে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। কূটনীতিক হিসেবে তিনি জেদ্দায় ওআইসির সদরদপ্তরেও দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইভরি কোস্টের আবিদজানে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৪তম বৈঠকের সমাপনী দিনে তাকে নির্বাচিত করা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তার তিন বছরের মেয়াদকাল শুরু হবে।

আইপিএইচআরসির মোট ১৮ জন সদস্য ও ৯ জন পর্যায়ক্রমিক সদস্য রয়েছে যারা তিনটি ভৌগলিক গ্রুপ আরব, এশিয়া ও আফ্রিকা থেকে নির্বাচিত হন। প্রতি গ্রুপ থেকে তিনজন সদস্য নির্বাচিত হয়ে থাকেন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি