ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

ওমিক্রন: সতর্কতামূলক প্রস্তুতি নিতে বলল ডব্লিউএইচও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৫, ৩ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৪:১৪, ৩ ডিসেম্বর ২০২১

করোনার নতুন ধরন ওমিক্রন এরইমধ্যে বিশ্বের ৩০টি দেশে শনাক্ত হয়েছে। যেকারনে ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি করোনা বিধিনিষেধে কড়াকড়ি করেছে বিভিন্ন দেশ। এর মাঝেই এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে সতর্কতামূলক  প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। 

শুক্রবার এই আহ্বান জানিয়েছেন সংস্থাটি। 

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই ম্যানিলা থেকে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি বলেন, করোনার নতুন ধরন মোকাবিলায় প্রত্যেকটি দেশ ও সম্প্রদায়কে অবশ্যই প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, ওমিক্রন মোকাবিলায় শুধু সীমান্ত সম্পর্কিত পদক্ষেপের ওপর নির্ভর করলেই হবে না। দ্রুত সংক্রমণশীল এই ধরন ঠেকাতে প্রস্তুতির বিকল্প নেই। 

দক্ষিণ আফ্রিকায় গত ৯ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয়। তারপর থেকে বিভিন্ন দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে করোনার নতুন এই ধরন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ এক বিবৃতিতে বলেন, ওমিক্রন কতটা সংক্রামক তা কয়েকদিনের মধ্যে হয়তো জানা সম্ভব হবে।

সূত্র: রয়টার্স 

এসবি 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি