ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ওয়াটার এসডিজি’র লক্ষ্য নির্ধারণে তহবিল গঠনের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:৩২, ১৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩২, ১৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ওয়াটার এসডিজি’র লক্ষ্য নির্ধারণে তহবিল গঠনের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অংশীদারিত্ব গড়ে তুলতে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।তা না হলে কোটি মানুষের জীবন-জীবিকা ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেন তিনি। মরক্কোর মারাকাসের বাব ইগলিতে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলনের  উচ্চ পর্যায়ের বৈঠক।  তিন দিনের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সুপারিশ প্রণয়ন বিশ্ব  নেতারা তাদের মতামত তুলে ধরছেন। নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনায়  সহায়তার জন্য ‘ওয়াটার এসডিজি’ নিয়ে একটি বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাশের প্যারিস চুক্তিতে স্বাক্ষর এবং তা সমর্থনের জানান প্রধানমন্ত্রী। এছাড়া  প্রথম দেশ হিসেবে বাংলাদেশের ‘ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড’ গঠনের কথা উল্লেখ করেন। বাংলাদেশের ঊপকূলীয় এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনায় ‘সফলতা’ অর্জনের কথা বলেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি