ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ওয়ার্লপুল ও বেস্ট ইলেক্ট্রনিক্স এর রন্ধন প্রশিক্ষণ কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান গার্হস্থ্য ইলেক্ট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ার্লপুল বাংলাদেশে তাদের অনুমোদিত ডিস্ট্রিবিউটর বেস্ট ইলেক্ট্রনিক্স লিঃ এর যৌথ আয়োজনে ওভেন ভিত্তিক রন্ধন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী পরিচালিত এই কর্মশালার অংশ হিসেবে ঢাকায় দ্বিতীয় বারের মতো শনিবার ১৭ই ফেব্রুয়ারি ২০১৮ মহাখালীস্থ নিউ ডিওএইচএস এর রাওয়া ক্লাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

দেশের বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ লবী রহমান এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন। তিনি ওয়ার্লপুল ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তির মাইক্রোওয়েভ ওভেনের মাধ্যমে অতি সহজে উন্নতমানের বিভিন্ন রেসিপি কিভাবে দ্রুত তৈরী করা যায় তার প্রশিক্ষণ প্রদান করেন।

দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন দেশের বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ লবী রহমান ও বেস্ট ইলেক্ট্রনিক্স লিঃ এর পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক। দেশের গুরুত্বপূর্ণ শহরে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে। 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি