ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নিদাহাস ট্রফি

ওয়াশিংটন সুন্দরই ভারতের মূল অস্ত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ১৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৯:৫৭, ১৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বয়স মাত্র ১৮ । এরইমধ্যে কোহলিদের মূল অস্ত্র হয়ে ওঠেছেন তিনি। বল করেন ছোট রান আপে। বলের গতিও খুব একটা নেই। তবে ইন-সুয়িং, আউট-সুয়িং দুটিই করেন সমানতালে। আর এতেই টাইগারদের দুই ম্যাচে কুপোকাত করে ভারত। শুধু তাই নয়, ওয়াশিংটন সুন্দরের নৈপুণ্যে লঙ্কানদের সঙ্গেও জয় পায় রোহিত শর্মার দল।

ইএসপিএনের সূত্রে জানা যায়, শ্রীলঙ্কার নিদাহাস ট্রফি দিয়েই ওয়াশিংটন সুন্দরের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়। আর শুরুতেই সবাইকে টপকে গেছেন ভারতীয় দলের এই ক্রিকেটার। টি-২০ ইতিহাসে মাত্র চারম্যাচ খেলে ৭ উইকেট শিকার করে তিনি উঠে এসেছেনে শীর্ষে। এর আগে আর কেউ এই কীর্তি করতে পারেননি।

এদিকে ওয়াশিংটনের সুন্দরের সুন্দর বোলিংয়ে ফাইনালে উঠে গেছে ভারত। ফাইনালেও যদি ওয়াশিংটন সুন্দর তার ক্যারিশম্যাটিক ক্রিকেট উপহার দেন তবে নিদাহাস ট্রফি যে ভারতের ঘরেই উঠছে সে বিষয়ে আর কোন সন্দেহ থাকছে না।

সূত্র: ইএসপিএন
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি