ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ওয়াসার পাম্প বিকল, আদাবর এলাকায় পানির তীব্র সংকট

প্রকাশিত : ১৫:৫৫, ৮ জুন ২০১৬ | আপডেট: ১৫:৫৫, ৮ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ওয়াসার পাম্প বিকল হওয়ায় রাজধানীর আদাবর এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ১৮ দিন ধরে চলছে এই অবস্থা। এদিকে, রোজা শুরু হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ আরো বেড়েছে। পাম্প মেরামত করতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন ওয়াসার কর্মকর্তারা। ১৮ দিন ধরে সাপ্লাইয়ের পানি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন রাজধানীর আদাবর এলাকার বাসিন্দারা। রমজানে এই কষ্ট আরো বেড়েছে। ভুক্তভোগীরা প্রতিদিনই পানির জন্য রাস্তায় আসেন বালতি ও জগ হাতে। এ’ ব্যাপারে কথা বলতে মডস-৩ এর কার্যালয়ে গেলে ক্যামেরা দেখে সটকে পড়েন দায়িত্বরত কর্মচারিরা। এলাকাবাসীর অভিযোগ, এই সংকটের মধ্যে ওয়াসার পানি নিয়ে বাণিজ্য করছেন কর্মকর্তারা। কয়েক দিনের মধ্যে বিকল পানির পাম্পটি মেরামত করা হবে বলে জানিয়েছেন পাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা। এ’ ব্যাপারে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি