ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ রানে হারিয়েছে পাকিস্তান

প্রকাশিত : ১০:২৫, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:২৫, ১৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ রানে হারিয়ে ১-০তে এগিয়ে গেলো পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৯ রানে অলআউট করে মিসবাহ‘র দল। সেই সাথে টেস্ট ইতিহাসের দ্বিতীয় দিবারাত্রির ও নিজেদের ৪০০তম টেস্ট জিতলো পাক বাহিনী। দ্বিতীয় ইন্ধিসঢ়;ংসে ক্যারিবিয়দের লক্ষ্য ছিলো ৩৪৬ রানের। তবে, ব্রাভোর সেঞ্চুরিতেও হার এড়াতে পারেনি তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১১৬ রান করেন ড্যারেন ব্রাভো। আর পাকিস্তানের হয়ে তিনটি উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির। দুইটি করে উইকেট পেয়েছেন ইয়াসির শাহ ও নওয়াজ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ট্টিপল সেঞ্চুরি করা আজহার আলি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি