ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়ে সিরিজি নিশ্চিত করলো পাকিস্তান

প্রকাশিত : ১৩:২৭, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:২৭, ৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাবর আজমের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়ে সিরিজি নিশ্চিত করলো পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৭ রানের বিশাল স্কোর গড়ে পাক বাহিনী। ১২৬ বলে ১২৩ রান করে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি গড়েন বাবর আজম। আর শোয়েব মালিক করেন ৯০ রান। এছাড়া, সরফরাজ আহমেদের ব্যাট থেকে আসে ৬০ রান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রানেই ইনিংস শেষ হয় ক্যারিবিয়দের।  দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন ড্যারেন ব্ধসঢ়;্রাভো। আর মারলন স্যামুয়েলস করেন ৫৭ রান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০তে এগিয়ে গেল পাকিস্তান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি