ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কক্সবাজারে কলেজ ছাত্রের উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

প্রকাশিত : ১৫:২০, ১৪ মে ২০১৬ | আপডেট: ১৫:২০, ১৪ মে ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজার সরকারী কলেজের প্রথম বর্ষের মেধাবী ছাত্র আবু সায়েম মাহমুদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে রামু চৌমুহনী চত্তরে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, মেরংলোয়া গ্রামের মেধাবী ছাত্র আবু সায়েমকে তুচ্ছ ঘটনার জের ধরে একই এলাকার একদল সন্ত্রাসী নির্মমভাবে মারধর করে। সায়েম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সমাবেশে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি