ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

কক্সবাজারে ৮১ কোটি টাকা ব্যায়ে সফটওয়্যার টেকনোলজি পার্কর নির্মাণ

প্রকাশিত : ১৮:৪৭, ২৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৭, ২৯ ডিসেম্বর ২০১৬

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, কক্সবাজারের রামুতে ৮১ কোটি টাকা ব্যায়ে সফটওয়্যার টেকনোলজি পার্কের নির্মাণ কাজ শীঘ্রই শুরু করা হবে এবং আইসিটি সেক্টরে ২০ লাখ শিক্ষিত ও প্রযুক্তি নির্ভর দক্ষ তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে সরকার। বৃহস্পতিবার কক্সবাজার বিয়াম অডিটোরিয়ামে লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, প্রকল্প পরিচালক তপন কুমার নাথ বক্তব্য রাখেন। পরে লার্নিং ও আর্নিং সেক্টরের অবদান রাখায় তিনজনকে ল্যাপটপ প্রদান করা হয়। মেলায় ৪০টি আইসিটি স্টল স্থান পায়। এরপর স্মার্ট আইসিটি প্রশিক্ষণ বাস পরিদর্শন করেন অতিথিরা।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি