কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন
প্রকাশিত : ১১:০৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১১:০৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডার হাইকমিশনার ।
সকাল সাড়ে ৯টার দিকে শরণার্থী ক্যাম্পে পৌঁছান তিন রাষ্ট্রদূত অস্ট্রেলিয়ার মিজ জুলিয়া নিব্লেট, ব্রিটেনের অ্যালিসন ব্লেক ও কানাডার বিনো পিয়েরে লারামি। এর আগে বুধবার তারা কক্সবাজার এসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরআগে ২৯ ও ৩০ জানুয়ারি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন কফি আনান কমিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল। ৩১ জানুয়ারি পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধি দল ।
আরও পড়ুন