ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

কঠোর অভিবাসন নীতি থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প

প্রকাশিত : ১০:২২, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:২২, ২২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে এবার কঠোর অভিবাসন নীতি থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার সংবাদ মাধ্যমকে জানান, নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে এক কোটি ১০ লাখ মানুষকে বিতাড়িত করার পরিকল্পনা আছে। যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের ব্যাপারে ট্রাম্প মানবিক হবে বলেও মন্তব্য করেন তিনি । এদিকে জনমত জরিপে পিছিয়ে থাকা ট্রাম্প, আফ্রিকান-আমেরিকান ও হিসপ্যানিকদের মন জয় করতে মাঠে নেমেছেন। ভার্জিনিয়া রাজ্যে এক সমাবেশে প্রথম রিপাবলিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের প্রসঙ্গ টেনে এনে ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি