ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

করোনাভাইরাসে তাইওয়ানে একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাস এখন সারা বিশ্বের জন্য আতঙ্ক। প্রাণঘাতী নতুন এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের প্রতিবেশী দেশ তাইওয়ানে প্রথম একজনের মৃত্যু হয়েছে।

তাইওয়ানের স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং রোববার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

তিনি বলেন, ষাট বছর বয়সী এই বৃদ্ধ আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বি-তে আক্রান্ত ছিলেন।  

কোভিড-১৯ নামে নভেল করোনাভাইরাসবাহী নতুন এই রোগে তাইওয়ানে এর আগে কেউ মারা যায়নি। তবে সব মিলে আক্রান্ত হয়েছে ২০ জন। 

এছাড়া চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্স, ফিলিপিন্স, হংকং ও জাপানে একজন করে মৃত্যু হয়েছে। তবে চীনে এ পর্যন্ত ষোলশ’র বেশি মানুষ মারা গিয়েছে। যাদের বেশিরভাগই হুবেই প্রদেশের।

চীনে নতুন করে আরও ২ হাজার ৬৪১ জন সংক্রমিত হয়েছে। এর ফলে চীনে ভাইরাসটিতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৬৬ হাজার ৪৯২ জন হলো। চীনের মূল ভূখণ্ডের বাইরে ২৪টি দেশে অর্ধ সহস্রাধিক সংক্রমণ ধরা পড়েছে।

এর মধ্যে শুক্রবার আফ্রিকা মহাদেশে নতুন করোনভাইরাসের প্রথম সংক্রমণের ঘটনা নিশ্চিত হয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি