ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজের উদ্বোধন অক্টোবরে

প্রকাশিত : ১০:২৫, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:২৫, ২২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বিকেলে একুশে আগস্ট গ্রেনেড হামলা স্মরণে চট্টগ্রাম মুসলিম হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আলোচনা মন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ একটি স্বপ্নের প্রকল্প। আগামী ১০ থেকে ১৩ অক্টোবর চীনের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের তারিখ নির্ধারণ হয়েছে। সেসময় বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রী কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ উদ্বোধন করবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি