কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে পাড়ায়
প্রকাশিত : ১২:২০, ৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:৩৩, ৪ নভেম্বর ২০১৬
ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষের পর নদীতে নেমেছেন জেলেরা। কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে পাড়াগুলোতে। প্রজনন মৌসুম ভালোভাবে পার হওয়ায়, পরের বছরে ইলিশের উৎপাদন আরো বাড়বে বলে আশা করছে মৎস্য বিভাগ।
ইলিশের প্রজনন মৌসুমে নদী-নদী ও সাগর উপকুলে মাছ ধরার ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে বুধবার। নতুন উদ্যোমে তাই মাছ শিকারে নেমেছেন জেলেরা। চাঁদপুরের বিভিন্ন জেলেপাড়ার ৪১ হাজার জেলে সরঞ্জাম গুছিয়ে নেমেছেন পদ্মা-মেঘনায়। মাছও উঠছে ভালোই।
বিরতির পর এ পর্যায়ে বাজারে মাছের ভালো দাম পাওয়ার আশা জেলেদের।
মাছের অভয়াশ্রমে মা ইলিশের ডিম ছাড়া নির্বিঘœ করতে জেলেদের সহযোগিতার প্রশংসা করেছে মৎস্য বিভাগ। আগামীবার তাই আরো ইলিশ উৎপাদনের আশা করছে তারা।
এদিকে নদীর মোহনায় মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালীর জেলেরা। নৌকা-জাল নিয়ে মেঘনা ও বঙ্গোপসাগরে তারা।
সরগরম হয়ে উঠেছে দ্বীপ উপজেলা হাতিয়ার নৌঘাট ও মাছের আড়তগুলোও।
বেশি বেশি মাছ ধরা পড়ায় এবার খুশি জেলেরা। তবে জলদস্যুদের উৎপাত রুখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের।
আরও পড়ুন