ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতের সবজি

প্রকাশিত : ১৮:৫৫, ১৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৫৫, ১৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

শীতকাল আসতে দেরী থাকলেও বন্দর নগরী চট্টগ্রামের কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। দাম কিছুটা বাড়তি থাকলেও হাতের নাগালে আছে বর্ষাকালীন সবজি। স্থিতিশীল আছে মাছ, মাংসসহ নিত্য পণ্যের দাম। তবে কিছুটা বেড়েছে শুটকীর দাম। বেড়েছে  মৌসুমী বিভিন্ন ফলের দামও। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রনে মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবী জানিয়েছেন ক্রেতারা। সরবরাহ বেড়ে যাওয়ায়  এক সপ্তাহের ব্যবধানে বন্দর নগরী চট্টগ্রামের কাঁচাবাজারে কমতে শুরু করেছে শাক,সবজির দাম। স্থিতিশীল আছে মাছ-মাংসের দাম। বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি সিম, মুলা, বাধাকপি, ফুলকপি। সরবরাহ বেড়ে যাওয়া দাম কমেছে বলে জানান বিক্রেতারা। তবে কিছুটা বেড়েছে শুটকীর দাম। তবে দাম কমে যাওয়ার বিক্রেতাদের এই  বক্তব্যেও সাথে একমত হতে পারছেন না ক্রেতারা। তাদের অভিযোগ একেক বাজারে একেক রকম দাম নেয়া হচ্ছে।  এ জন্যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবী জানালেন ক্রেতারা। এদিকে নিত্য পণ্যে পাশাপাশি বেড়েছে মৌসুমী ফলের দামও। বাজারে এসেছে তরমুজসহ বিভিন্ন জাতের ফল। তবে দাম কিছুটা বেশী বলে জানান বিক্রেতারা। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিবে এমনটাই প্রত্যশা ক্রেতাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি