ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কাজীপুরে গাছের নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কাজীপুরে গাছের নিচে চাপা পড়ে রুস্তম আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়া জেলার ধুনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত রুস্তম আলী কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য মোখলেছুর রহমান নান্নু জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির আঙ্গিনায় গাছ কাটছিলেন রুস্তম আলী। এরই এক পর্যায়ে সে গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে পাশ্ববর্তী ধুনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধুনুট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাফিজুর রহমান রুস্তম আলীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি