ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

কাতারকে ছাড়াই বৈঠকে আরব দেশগুলো

প্রকাশিত : ২০:৫৫, ২০ মে ২০১৯

মধ্যপ্রাচ্যে চলমান সৌদি-ইরান উত্তেজনা ও সৌদির তেল সম্পদে হামলার ঘটনায় করণীয় ঠিক করতে সমুদ্র উপসাগরীয় দেশগুলোর সঙ্গে দুটি জরুরি বৈঠক ডেকেছে সৌদি আরব।

তবে এসব বৈঠকে কাতারকে ডাকা হয়নি বলে সোমবার জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর ইয়েনি শাফাকের।

৩০ মে এ বৈঠক আহব্বান করেছেন সৌদির রাজা সালমান। রোববার এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে গত সপ্তাহে সৌদির তেলের পাম্পিং স্টেশনে ড্রোন হামলার বিষয় আলোচনায় থাকবে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সৌদি আরবের দুটি তেলের ট্যাংকারসহ চারটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যমটি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অফিসের পরিচালক সুলতান বিন সাদ আল মুরাইখি এক টুইট বার্তায় লেখেন, কাতার প্রতিবেশীদের থেকে ভিন্ন দুইটি বৈঠকের অংশগ্রহণে আমন্ত্রণ পায়নি।

এ বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

আই// এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি