ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কান ফিল্ম ফেস্টিভাল চলছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে

প্রকাশিত : ১৫:৩৬, ১৪ মে ২০১৬ | আপডেট: ১৫:৩৬, ১৪ মে ২০১৬

Ekushey Television Ltd.

জমকালো আয়োজনের মধ্য দিয়ে চলছে বিশ্বের অন্যতম চলচ্চিত্র পুরস্কার উৎসব কান ফিল্ম ফেস্টিভাল। এবারও আছে নতুন-পুরানো বহু ছবি, শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম। নিজেদের অভিনীত ছবি সবার মাঝে তুলে ধরতে উপস্থিত হচ্ছেন বিখ্যাত তারকরা। চোখ ধাঁধানো যজ্ঞ ফ্রান্সের কানে। মর্যাদার লাল গালিচায় পা রাখছেন নামকরা তারকারা। প্রতিদিনই চলছে নির্বাচিত বিভিন্ন ছবির প্রদশর্নী। নিজেদের ছবিকে সবার মাঝে জানান দিচ্ছেন বিশ্বখ্যাতরা। নতুন পুরনো যেই ক্যামেরার সামনে আসছেন, সাথে সাথেই ক্লিক। তারকা অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকদের মাঝে আছেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও। শুক্রবারের কান উৎসবে ছিল ফ্রান্সের ব্রুনো দুমোর ‘স্ল্যাক বে’ ছবির উদ্বোধনী প্রদর্শনী। ছিলো যুক্তরাজ্যের আই, ড্যানিয়েল ব্ল্যাক ছবির উদ্বোধনী প্রদর্শনীও। কান ক্ল্যাসিকসে দেখানো হয়েছে লেপল্ড লিন্টবার্গের ‘দ্য লাস্ট চান্স’ ও ফ্রেডরিক ওয়াইজম্যানের ‘হসপিটাল’ ছবিটি। বিশেষ প্রদর্শনীতে ছিল রিথি পানের ‘এক্সাইল’। এবারের কান ফিল্ম ফেস্টিভালে স্থান পয়েছে ২১টি ছবি। উৎসব ঘিরে সাধারণ মানুষের উৎসাহের কমতি নেই। প্রিয় তারকার ছবি ক্যামেরা বন্দি করতে ভিড় লেগেই আছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি