ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কানাডায় দাবানল ছড়িয়ে পড়ছে ৩শ’ ২৮ বর্গমাইল এলাকায়

প্রকাশিত : ১৮:৪২, ৬ মে ২০১৬ | আপডেট: ১৮:৪২, ৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

দাবানল ছড়িয়ে পড়ছে কানাডার আলবার্টা প্রদেশের ৩শ’ ২৮ বর্গমাইল এলাকায়। ৮৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হলেও প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকিতে রয়েছে বহু মানুষ। তাদের হেলিকপ্টারে করে সরানো হচ্ছে। প্রদেশটির তেল কোম্পানিগুলো বন্ধ থাকায় বিশ্ববাজারে এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কিছুতেই নিভছে না আলবার্টার দাবানল। ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকায় আগুন এখন দক্ষিণপূর্বে ছড়াচ্ছে। ঘর ছাড়তে বাধ্য হচ্ছে হাজারো মানুষ। পাঁচদিনে পুড়েছে ৩২৮ বর্গ মাইল। অনেক স্থানে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায়, হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৪ হাজার জনকে। আগুন নিয়ন্ত্রণে এগারশ’ দমকল কর্মী, ১৪৫ হেলিকপ্টার, ২২টি এয়ার ট্যাঙ্কার কাজ করছে। কয়েক স্থানের আগুন নিয়ন্ত্রণের বাইরে। সেখানে একমাত্র বৃষ্টিই পাড়ে আগুন নেভাতে। ওদিকে শনিবারের আগে বৃষ্টির সম্ভাবনাও নেই। তেল সমৃদ্ধ ম্যাকমুরে ও এর আশপাশের এলাকার তেল কোম্পানিগুলো তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। এর প্রভাব বিশ্ববাজারে তেলের দামের ওপর পড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি