কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে ৫টি বাঁশের বেড়া অপসারণ
প্রকাশিত : ১৮:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে ৫টি বাঁশের বেড়া অপসারণ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা, জাল ও কাঠের নৌকা জব্দ করা হয়।
মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে নৌ পুলিশের সহায়তায় হ্রদের বিভিন্ন অংশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মাহাবুবুল হকের নেতৃত্বে বিএফডিসি-র উপ-ব্যবস্থাপক মাসুদ আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ১২০ মিটার জাল ও একটি নৌকা জব্দ করে পুলিশ।
আরও পড়ুন