ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

কারওয়ান বাজারে সড়কে ভাসছে তাজা মাছ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১২ জুলাই ২০১৭ | আপডেট: ২০:০১, ১২ জুলাই ২০১৭


ঢাকা কারওয়ান বাজার এলাকার রাস্তাঘাট বৃষ্টির পানিতে টইটুম্বুর। টানা বর্ষণে ডুবে যাওয়া রাস্তায় ভাসছে তাজা কৈ মাছ আর এ মাছ ধরতে দেখা গেছে রিকসা-ভ্যান চালক, গাড়ীর ড্রাইভারসহ পথচারীদের।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের এক মাছ ব্যবসায়ী কারওয়ান বাজার পাইকারি মাছের বাজার থেকে ৪০ কেজি কৈ মাছ কেনেন। তার মাছগুলো একটি ড্রামে ভরে গাড়িতে উঠানোর সময় রাস্তায় পড়ে যায়।

এদিন আগে থেকেই বৃষ্টির কারণে রাস্তায় জমে ছিল পানি। ড্রামভর্তি মাছগুলো রাস্তায় পড়ে মুহুর্তেই ছড়িয়ে পড়ে পানির মধ্যে। এরপরই শুরু হয় রাস্তায় মাছ ধরার ধুম।

প্রত্যক্ষদর্শী ছাত্তার নামের এক রিকসাচালক জানায়, ড্রাম ভর্তি মাছ পড়ে যাওয়ার সময় হতবাক হয়ে বসে পড়েন জনৈক মাছ ব্যবসায়ি। অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকেন রাস্তায় জমে থাকা পানির দিকে।

//আর//এআর


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি