ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

কারেন্ট জাল নির্মূলে কম্বিং অপারেশনসহ নিয়মিত অভিযান

প্রকাশিত : ১৪:০৭, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:০৭, ১১ মার্চ ২০১৭

জাটকাসহ অন্যান্য মৎস্য সম্পদ ধ্বংসকারী কারেন্ট জাল নির্মূলে কম্বিং অপারেশনসহ নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। রাজধানীর মৎস্য ভবনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ’কথা বলেন। এ’সময় ইলিশ সম্পদ রক্ষা এবং এর ক্রমবর্ধমান উন্নয়নে মৎস্য অধিদপ্তরের নেয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন মন্ত্রী। ইলিশের স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করতে জাতীয়ভাবে জাটকা সংরক্ষণে সমন্বিত কার্যক্রম নেয়া হয়েছে এবং তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি