ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে নাটোরের সরকারী প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ১২:০১, ৩ মে ২০১৬ | আপডেট: ১২:০১, ৩ মে ২০১৬

Ekushey Television Ltd.

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে নাটোরের লালপুরের ডাঙ্গাপাড়া চিলান রেজিষ্টার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়। কোমলমতি শিশুদের পরীক্ষা দিতে হচ্ছে খোলা আকাশের নিচে। দু’দিন পেরুলেও এখনো বিদ্যালয়টি সংস্কারে কোন আশ্বাস মেলেনি কর্তৃপক্ষের। ডাঙ্গাপাড়া চিলান রেজিষ্টার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়টি এখন আর দেখে চেনার উপায় নেই। কাল বৈশাখীর তাণ্ডবে স্কুল ঘরটি দুমরে মুচড়ে গেছে। ভেঙ্গে টুকরো হয়ে গেছে বসার বেঞ্চসহ অন্যান্য আসবাপত্র। ঝড় হয়েছে দু’দিন আগে, অথচ সংস্কারের নাম নেই। বসার ব্যবস্থা না থাকায় ভাঙ্গা বেঞ্চ আর মাদুরে বসে ক্লাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। প্রথম সাময়িক পরীক্ষা দিতে হচ্ছে খোলা আকাশের নিচে। শিক্ষকসহ এলাকাবাসী দ্রুত ভেঙ্গে পড়া বিদ্যালয় ভবনটি সংস্কারের দাবী জানিয়েছেন। সংশ্লিষ্ট বিভাগে জানানো হলেও মেলেনি সহযোগীতার আশ্বাস। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে স্কুল মেরামত করবে, এমনই আশা সবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি