ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কাল্পনিক জগতেও ট্রাম্প আর হিলারির লড়াই

প্রকাশিত : ১৪:১০, ২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৪:১০, ২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প আর হিলারি ক্লিনটনের লড়াই চলছে কাল্পনিক জগতেও। নানা নাটকীয়তা আর একের পর এক বিতর্কিত ইস্যুতে দুই প্রার্থীর ব্যঙ্গাত্মক ছবি, কার্টুন অ্যানিমেশন রীতিমত হিট সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে। বাস্তবের লড়াইয়ে হিলারি এগিয়ে থাকলেও এ ধাপে বিতর্কিত মন্তব্য আর বিচিত্র অঙ্গভঙ্গির জন্য ট্রাম্প-ই এগিয়ে রয়েছেন। ট্রাম্প-হিলারির এই লড়াইয়ে দৃশ্য কেবলমাত্র অ্যানিমেশনেই হয়ত সম্ভব। যদিও বাস্তবে রাজনীতির মাঠে তাদের লড়াইটা খুব একটা কম নয়। আর কার্টুন-এনিমেটররা যেন খুঁজছিলেন এই সুযোগটাই । প্রচার থেকে মনোনয়ন, নানা অঙ্গীকার-নানা বক্তব্য। তারপর প্রেসিডেন্টসিয়াল বির্তক। আর সব শেষে দুই প্রার্থীর হোয়াইট হাউসের গদির লড়াইটা জমে উঠেছে বেশ । স্টিফেন কলবার্টের জনপ্রিয় লেট নাইট শো- তেও আলাদা আলাদা ভাবে হাজির হয়েছিলেন তারা। দুই ট্রাম্পের পার্থক্য করতে রীতিমত হিমশিম খেতে হয়েছিল উপস্থাপককে। রম্য উপস্থাপনা থেকে বাদ যান নি ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। তবে কাটুর্ন জগতের লড়াইয়ে কিন্তু একটু পিছিয়ে আছেন হিলারি। জনপ্রিয় টিভি সিরিজ 'গেইম অব থ্রোনস'র উইন্টার ইজ ট্রাম্পিং- ভিডিওতে ভিলেন চরিত্রে তিনি হাজির হন বিতর্কিত সব বক্তব্য নিয়ে। ‘ডোনাল্ড ট্রাম্পস: দ্যা আর্ট অব দ্যা ডিল’, আয়রণ ট্রাম্প, দ্যা ডোনাল্ড, ম্যাড ট্রাম্প, কুম্ফু তবে কাল্পনিক জগতে যাই হোক বাস্তবের লড়াইয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকবে সেটাই এখন দেখার অপেক্ষা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি