কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
প্রকাশিত : ০৯:৪৮, ২৯ মে ২০১৮
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে এক সেনাসহ দুই জন নিহত হয়েছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে কাশ্মীরে সেনাবাহিনী ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ কার্যক্রম স্থগিত করার পর এটাই প্রথম কোনো বন্দুক যুদ্ধের ঘটনা।
জানা যায়, গতকাল সোমবার কাশ্মীরের কাকাপুরা সেনা ক্যাম্পে হামলা চালায় একদল সশস্ত্র ক্যাডার। এরপরই দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
গোলাগুলিতে এক ভারতীয় সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হন। তবে এতে বিদ্রোহীদের কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
শ্রীনগর থেকে ৪০ কিলোমিটার দূরের সেনাক্যাম্পের মুখপাত্র রাজেশ কালিয়া বলেন, সেনাক্যাম্পে সোমবার একদল সন্ত্রাসী হামলা চালায়। ওই সময় দুই পক্ষের গোলাগুলির মধ্যে একজন গাড়ি চালক নিহত হয়েছেন।
এদিকে এ হামলার কিছুক্ষণ পরই শপিয়ান জেলার একটি সেনাক্যাম্পের কাছে বোমা বিস্ফোরণে তিন ভারতীয় সেনা আহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি।
সূত্র: ডন অনলাইন
এমজে/
আরও পড়ুন










