ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কিম জং-উনের ভাই হত্যার ঘটনায় ৪ উত্তর কোরিয় নাগরিকের জন্য সতর্কতা জারি

প্রকাশিত : ২০:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২০:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ভাই হত্যার ঘটনায় সন্দেহভাজন চার উত্তর কোরিয় নাগরিকের জন্য সতর্কতা জারি করতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়া পুলিশ প্রধান খালিদ আবু বকর জানান, বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার পাসপোর্টধারী দুই নারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এ ঘটনায় উত্তর কোরিয়ার এক ব্যক্তিকেও আটক করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আরও সাতজনকে খুঁজছে পুলিশ। এই সাতজনের মধ্যে একজন কূটনীতিক, উত্তর কোরিয়ার বিমান সংস্থার একজন কর্মকর্তাসহ আরেকজন মালয়েশিয়াতেই আছেন বলে মনে করা হচ্ছে। অন্য চারজন হত্যাকাণ্ডের দিনই মালয়েশিয়া ছেড়ে গেছে বলে ধারনা তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি