ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

কুবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। লোক প্রশাসন বিভাগ বনাম অর্থনীতি বিভাগের খেলার মধ্য দিয়ে এ টুর্নামেন্টের শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড.মো.আবু তাহের, প্রক্টর ড.কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো.জিয়া উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।

উদ্বোধনী খেলায় অর্থনীতি বিভাগ লোক প্রশাসন বিভাগকে ২-১ গোলে পরাজিত করে । টুর্নামেন্টের সব খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১৯টি বিভাগ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি