ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কুবিতে কিশোরগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

কুবি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:১৭, ২৬ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ এর ভবিষ্যৎ কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এক (১) বছর মেয়াদী কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই কমিটিতে নৃবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সজীব বণিককে সভাপতি এবং নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী এম সাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী বিদায়ী সভাপতি হাবীব রাজিব ও সাধারণ সম্পাদক আল-আমিনের স্বাক্ষরিত এ কমিটি গঠন করা হয়।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শামসুজ্জামান মিলকী, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কায়সার ও বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এম এ হাসান রনি।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি