কুমিল্লা সিটি নির্বাচন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে
প্রকাশিত : ১২:০৪, ১২ মার্চ ২০১৭ | আপডেট: ১২:০৪, ১২ মার্চ ২০১৭
কুমিল্লা সিটি নির্বাচন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর জন্য। আওয়ামী লীগের প্রার্থী আনজুম সুলতানা সীমার জন্য চ্যালেঞ্জ দলের পাশাপাশি পরিবারের সম্মান পুনরুদ্ধারের। আর সাবেক মেয়র বিএনপির প্রার্থী মনিরুল ইসলাম সাক্কুর চ্যালেঞ্জ দলীয় ভিত্তিতে বিজয় ছিনিয়ে আনার। কুমিল্লায় দুই দলের মধ্যেই বিভাজন থাকলেও, সিটি নির্বাচনকে ঘিরে কোন্দল মিটে গেছে বলে দাবি করেছেন দুই দলের মেয়র প্রার্থী।
কুমিল্লায় আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের ইতিহাস বেশ পুরনো।
আওয়ামী লীগের রাজনীতিতে আফজল খান ও আ ক ম বাহাউদ্দিন বাহারের দ্বন্দ্বের কথা প্রায় সবার জানা। তবে, সেই দ্বন্দ্ব সিটি নির্বাচনে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দল মনোনীত এই মেয়র প্রার্থী।
অন্যদিকে, কুমিল্লায় বিএনপির প্রভাবশালী নেতা হাজী ইয়াছিন এর সাথে মনিরুল ইসলাম সাক্কুর বিরোধ দীর্ঘদিনের। তবে, বর্তমানে দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপি মনোনীত এই মেয়র প্রার্থী।
দলীয় কোন্দল ভুলে প্রধান দুই দল ঐক্যবদ্ধ হলে কুমিল্লার রাজনীতিতে নতুন মেরুকরণ হবে বলে মনে করেন স্থানীয়রা।
আরও পড়ুন