ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

কুমিল্লা সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ

প্রকাশিত : ২০:০০, ১৫ মার্চ ২০১৭ | আপডেট: ২০:০৫, ১৫ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

কুমিল্লা সিটি নির্বাচনে প্রতীক নিয়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। বুধবার সকালে বীরচন্দ্র নগর মিলনায়তনে প্রতীক বরাদ্দ করেন রির্টানিং অফিসার। আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা আর বিএনপি প্রার্থী মনিরুল ইসলাম সাক্কু পেয়েছেন নিজ নিজ দলের প্রতীক । নিজ নিজ দলীয় প্রতীক পেয়েই প্রচারে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা। বুধবার সকাল ১০টায় বীরচন্দ্র নগর মিলনায়নে প্রতীক বরাদ্দ শুরু হয়। রির্টানিং কর্মকর্তা ৩ মেয়র প্রার্থী, ১৪০ কাউন্সিলর ও ৪০ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন । এরমধ্যে আওয়ামী লীগের প্রার্থী নৌকা, বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক পান। এছাড়া, জাসদের শিরিন আক্তার পেয়ছেন তারা প্রতীক। আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি