ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১৫ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৭:১৭, ১৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম সহাসড়কের চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

শুক্রবার ভোরে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এবং গভীর রাতে জেলার সদর দক্ষিণের সুয়াগাজী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চিওড়া এলাকায় পাশের একটি সড়ক থেকে ৩ যুবক মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ওঠছিলো। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী তিন যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই জন মারা যায়। এবং আশংকাজনক অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, শুক্রবার রাত ৩টার দিকে একই মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পেট্রলপাম্প এলাকায় ঢাকা অভিমুখী একটি ট্রাকের পিছনে অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান সহকারী চালককে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে কুমেক হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি