ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৪০, ২৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কুমিল্লার দেবিদ্বারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরের দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতদেরকে ডাকাত বলে দাবি করেছেন। তবে তাদের নাম প্রকাশ করেননি।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম জানিয়েছেন, রাতে হাতিমারা এলাকায় পুলিশের সঙ্গে সশন্ত্র ডাকাতদলের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটলে দুই ডাকাত ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি মনজুর আলম।

 

একে/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি