ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নানা সংকটে জর্জরিত

প্রকাশিত : ১৪:২৯, ১৫ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:২৭, ১৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

নানা সংকটে জর্জরিত কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। হাসপাতালটি আড়াইশ’ শয্যায় উন্নীত হলেও বাড়েনি কোনো সুযোগ সুবিধা। দেড়শ’ শয্যার জনবল দিয়েই চলছে হাসপাতালটি। নেই আধুনিক যন্ত্রপাতিও। সেবার পরিবর্তে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কথা স্বীকার করে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কুষ্টিয়াসহ আশপাশের ৪ জেলার মানুষ উন্নত চিকিৎসার জন্য আসেন এই হাসপাতালে। আড়াইশ’ শয্যার এ হাসপাতালে ৫০০রোগি ভর্তি থাকেন। বারান্দা-করিডোরে গাদাগাদি করে থাকতে হচ্ছে রোগিদের। হাসপাতালে ওষুধও পাওয়া যায়না ঠিকমতো। হাসপাতালটি ২০০৫ সালে আড়াইশ’ শয্যায় উন্নীত হলেও বাড়েনি এর জনবল। হাসাপাতালে ৫৮টি চিকিৎসকের পদ থাকলেও আছে মাত্র ৩৩ জন। অর্থ বরাদ্দ না থাকায় চলে না জেনারেটর, দুটি অ্যাম্বুলেন্সের একটি নষ্ট। হাসপাতালের নোংরা পরিবেশে অতিষ্ঠ রোগি ও রোগির স্বজনরা। এসব সংকটের কারণে রোগিদের ঠিকমতো সেবা দিতে পারছেন না চিকিৎসকরা। হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কথা অস্বীকার করেননি সদ্য যোগ দেওয়া তত্ত্বাবধায়ক। শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। উন্নত চিকিৎসা সেবার জন্য হাসপাতালে পর্যাপ্ত চিৎিসক নিয়োগ ও আধুনিক যন্ত্রপাতি সংযোজনের দাবি জানিয়েছেন কুষ্টিয়াবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি