ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

কুষ্টিয়ার শান্তিডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

প্রকাশিত : ১০:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১০:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার শান্তিডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে দুই পুুলিশ সদস্য। ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে টহল পুলিশ বহনকারী অটোরিক্সাকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিন পুলিশ সদস্য আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে, চিকিৎসক কনস্টেবল আরিফকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফুল ইসলামের বাড়ী নওগাঁর বদলগাছী উপজেলার খোজাগাড়ী গ্রামে। আহত পুলিশের নায়েক আমিরুল ইসলাম ও কনস্টেবল তুষার এমরানকে কুষ্টিয়া জেনারেল হাসপতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি