ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

প্রকাশিত : ১৫:১৭, ২৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:১৭, ২৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার আলাপুরে নির্বাচনী সহিংসতায় লাল্টু মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে ১৫জন। বৃহস্পতিবার সকালে উপজেলার আলাপুর ইউনিয়নের দহকুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাসের লোকজন স্বতন্ত্র প্রার্থী শেখ সিরাজ উদ্দিনের লোকজনের ওপর হামলা চালায়। দুই চেয়ারম্যান প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ হলে আহত হন ১৫জন। তাদেরকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু মোল্লাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আবারো সংঘর্ষ শুরু হয়। পরে অরিতিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি