ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় ৪ আসামীকে মৃত্যুদণ্ড

প্রকাশিত : ২০:৩৫, ২ জুন ২০১৬ | আপডেট: ২০:৩৫, ২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় ৪ আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্র্ধাসঢ়;প্ত তিন আসামী মো. হাসান ওরফে মাইকেল, সালমান, ও রাহাতুজ্জামান উপস্থিত ছিলেন। মামলার অন্য আসামী নিশিকান্ত ঘোষ ঘটনার পর থেকে পলাতক। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯শে জানুয়ারী কুষ্টিয়া শহরে আলমগীর হোসেন নামে এক জুতা ব্যবসায়ীকে বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে দুর্র্বৃত্তরা। পর দিন তালা ভেঙে আলমগীরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে কুষ্টিয়া সদন থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করে। মামলায় সাক্ষ্য গ্রহণ ও যুক্তি তর্ক শেষে আদালত ৪ আসামীকে মৃত্যুদণ্ড দেয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি