ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

কুষ্টিয়ায় ২ পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ২০

প্রকাশিত : ১৫:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পূর্ব বিরোধের জেরে কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন। পুলিশ জানিয়েছে, নির্বাচন নিয়ে ঝাউদিয়া ইউনিয়নের বর্তমান এবং সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ’সময় ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ইমান আলী নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। শাহাবুদ্দিন নামে আরও একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যায়। আহত হয়েছে ২০ জন। এছাড়া, বেশকিছু বাড়িঘর ভাংচুরের পাশাপাশি লুটপাট করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি