ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

কুড়িগ্রামে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে এনটিআরসিএ নিবন্ধনধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে প্যানেল প্রত্যাশীরা। শুক্রবার দুপুরে তিনদফা দাবি নিয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম, সদস্য জান্নাতুল নাহার, হাবিবুর রহমান, মাহফুজার রহমান প্রমুখ। প্যানেল প্রত্যাশী নিবনদ্ধিত শিক্ষক সংগঠনের ব্যনারে মানববন্ধনের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, এক আবেদনে স্ব-স্ব নীতিমালা অনুসারে কোটাবিহীন সকল নিবন্ধনকারীদের নিয়োগের ব্যবস্থা করা। ইনডেক্সধারীদের আবেদনের পরিবর্তে বদলীর ব্যবস্থা করা। নিবন্ধনধারীদের নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন পরীক্ষা বন্ধ রাখা। 

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি