ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কে এই ফয়জুর রহমান?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ৪ মার্চ ২০১৮ | আপডেট: ১০:৩৫, ৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

লেখক শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীর নাম ফয়জুর রহমান (২৪) বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ফয়জুর সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াপন গ্রামের বাসিন্দা। পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে কুমারগাঁওয়ের শেখপাড়ায় থাকেন ফয়জুর। তিনি মাদ্রাসায় পড়ালেখা করেছেন। এছাড়া ফয়জুর মঈন কম্পিউটার নামে একটি দোকানে কাজ করেন।
জানা যায়, জাফর ইকবালের ওপর ঘটনার পরপরই শেখপাড়ার বাসাটি তালাবদ্ধ করে ফয়জুলের পরিবারের সদস্যরা অন্যত্র চলে গেছেন। শনিবার সন্ধ্যায় হামলার পর শেখপাড়ার বাসাটিতে গিয়ে কাউকে খুঁজে পায়নি পুলিশ।
এলাকাবাসী জানিয়েছে, ফয়জুল মাদ্রাসা শিক্ষার্থী বলে এলাকায় পরিচয় দিতেন। তবে কোন মাদ্রাসায় পড়তেন এ বিষয়ে এলাকার কেউ জানাতে পারেননি। ফয়জুলের বাবা মাওলানা হাফিজুর রহমান সিলেট-সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী টুকেরবাজারে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি