ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কোচিং বাণিজ্য : ২৫ শিক্ষককে বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ৩০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার কারণে পাঁচটি সরকারি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষককে বদলি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের এক সুপারিশে তাদেরকে বদলি করা হয়। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে তাদের পুরনো কর্মস্থল ছাড়তে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গতকাল এ বিষয়ে এক আদেশ জারি করে। এতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২ জন, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনজন, সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের আটজন এবং নিউ গভমেন্ট হাই স্কুল ও খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন করে শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়।

গত বছর ‘কোচিং বাণিজ্য’র মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে রাজধানীর আটটি বিদ্যালয়ের ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নিতে সুপারিশ করে দুর্নীতি দমন কমিশন দুদক। এগুলোর মধ্যে সরকারি বিদ্যালয় চারটি। আর বাকি চারটি এমপিও ভুক্ত প্রতিষ্ঠান। গেল ডিসেম্বরে এসব প্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদ এবং মন্ত্রী পরিষদ সচিবকে এ বিষয়ে একটি চিঠিও দেয় দুদক।

সে চিঠিতে দুদক জানায়, দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিয়ে কোচিং বাণিজ্যের সাথে জড়িত হয়েছেন এসব শিক্ষকেরা।

//এস এইচ এস// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি