ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কোটা চান না প্রতিবন্ধী শাহরিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

শাহরিয়ার আলম। প্রতিবন্ধী তরুণ। কদিন পরেই হয়ে যাবেন পুরোদস্তুর প্রকৌশলী। কোটা সংস্কারের দাবিতে সহপাঠীদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন তিনিও। ড্যাফোডিল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অষ্টম সেমিস্টারের এ ছাত্র পৃথিবীতে এসেছেন বাঁ হাত ছাড়াই। তবুও পিছিয়ে নেই জীবনযুদ্ধে।

প্রতিবন্ধী হওয়ায় কোটাসুবিধা পাওয়ার কথা শাহরিয়ার আলমের। তবে কোটার এই সুযোগ নিতে একেবারেই চান না ২১ বছর বয়সী শাহরিয়ার।

শাহরিয়ার আলম বলেন, প্রতিবন্ধী হওয়ার কারণে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে নিজের কোটা থাকা সত্ত্বেও এটি নিতে চাই না। মুক্তিযোদ্ধাদের প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েই বলছি, ৫৬ শতাংশ কোটা বৈষম্যের।

কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথ অবরোধ করেন। সকাল ১০টার দিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাপা প্লাজার মোড়ে অবস্থান নেন। বিক্ষোভকারীরা ইট দিয়ে সড়কে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান লিখেছেন। এ ছাড়া বিভিন্ন স্লোগান দিতে দিতে তাঁরা সড়ক প্রদক্ষিণ করেছেন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি