ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ৩০ জুন ২০১৮ | আপডেট: ১৮:২৪, ৩০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা হয়েছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁদের উপর এ হামলা চালানো হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, সরকার প্রধানের ঘোষণার আড়াই মাসেও কোটা সংস্কারের কোনো প্রজ্ঞাপন জারি হয় নি। এ নিয়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আজ সংবাদ সম্মেলন করার কথা ছিল।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এসময় সেখানে উপস্থিত হন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক রাশেদ ও নুরুল ইসলাম নুর।

শিক্ষার্থীরা কিছু বুঝে উঠার আগেই তাদের উপর লাঠিশোটা নিয়ে হামলা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা হয়েছে। সশস্ত্র এই হামলায় মুহূর্তেই আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্দোলনের নেতা রাশেদ ও নুর লাইব্রেবিতে আশ্রয় নিয়েছেন।

এ প্রতিবেদন লেখার সময় গোটা ক্যাম্পাস থমথমে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে হামলাকারীরা অবস্থান নিয়ে আছে।

/ এআর /  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি