ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

কোটা সংস্কারে খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্যের একাত্মতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ১২ এপ্রিল ২০১৮

সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। একই সঙ্গে তিনি কোটা সংস্কারের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান সরকারি চাকরিতে বিদ্যমান কোটার যৌক্তিক সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রকৃত মেধার মূল্যায়নে সরকারি চাকরিতে বিদ্যমান কোটার যৌক্তিক সংস্কার সংগতভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বিবৃতিতে তিনি আরো বলেন, কয়েক দিন ধরে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে যে কর্মসূচি পালন করছেন, তাতে একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে তিনি আশা করেন।

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি