ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

কোটার প্রজ্ঞাপন দাবিতে ফের বিক্ষোভে কোটা আন্দোলনকারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ১২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৪৬, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সরকারি নিয়োগের ক্ষেত্রে তিন দফা দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। দাবিগুলো হল- ৫ দফার আলোকে যৌক্তিক কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনে হামলাকারীদের উপযুক্ত বিচার দাবি। দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে বিক্ষোভ মিছিল-পরবর্তী এক সমাবেশে ওই ঘোষণা দেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এর আগে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র ব্যানারে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ দিন সকাল সাড়ে ১০টায় ঢাবির সায়েন্স লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগের পাবলিক লাইব্রেরি হয়ে টিএসসি ঘুরে আবারও শাহবাগ হয়ে ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যায়। সেখানে কোটা সংস্কারের প্রজ্ঞাপন ছাড়াই ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি ছাত্রসমাজ মানে না বলে তারা স্লোগান দিতে থাকেন। পরে সেখান থেকে আবারও মিছিল বের করে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, মুহসীন হল, ভিসি চত্বর হয়ে টিএসসিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মিছিল শেষে সমাবেশে পরিষদের নেতারা বলেন, ছয় মাস আগে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু এত দিন পরেও সে ঘোষণা বাস্তবায়িত হয়নি। উপরন্তু ছাত্রদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ সময় সরকার ও ঢাবি প্রশাসনের প্রতি ছাত্রদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান পরিষদের নেতারা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি