ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

কোন অপশক্তিরই বাংলাদেশে স্থান হবে না

প্রকাশিত : ১৮:৪৫, ২২ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ২২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

প্রতিবেশি দেশগুলোর সাথে সু-সম্পর্ক এবং জনগণের শক্তি অটুট থাকলে কোন অপশক্তিরই বাংলাদেশে স্থান হবে না। দৃঢ়তার সাথে একথা বলেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিএনপির সাথে কোন ঐক্য নয় বলেও সাফ জানিয়েছেন তিনি। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, দেশের সম্প্রীতি নষ্ট করতেই একটি চক্র অপতৎপরতা চালাচ্ছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির দ্বি বার্ষিক সম্মেলন। শুরুতেই মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। পরে আলোচনায় ফজলুল করিম সেলিম বলেন, সাম্পতিক সময়ে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা পাকিস্তানী ধ্যান ধারনা বাস্তবায়ন করতে চায়। অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ বলেন, দেশে হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। এক্যবদ্ধভাবে অপশক্তি প্রতিহত করার প্রত্যয় জানান আয়োজকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি